প্রথমেই বলে রাখি, লেখাটা ‘রিভিউ’ হিসেবে লিখছি ; বইয়ের সারাংশ নয়। পাঠকের চোখে বইয়ের বিশেষ বৈশিষ্ট্য চিহ্নিত করে দেয়া, অসাধারণত্ব থাকলে তার যথোচিত প্রশংসা আর ক্রুটি চোখে পড়লে তা চিহ্নিত করা এবং শুদ্ধতা জানান দেয়া— এটাই আমার কাছে ‘রিভিউ’; এই অর্থেই বর্তমান রিভিউটি নির্মিত।
নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র
লেখক: মজিদ মাহমুদ
প্রকাশক: দেশ প্রকাশ, জুলাই, ২০১৫