ক্যালিগ্রাফি প্রদর্শনী “মোহাম্মদের নাম” : ক্যালিগ্রাফার সায়মন সায়মা

18

 

কিছু কথা

প্রথমেই সকলকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উপলক্ষ্য। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে বাংলার মুসলমানের উদযাপন-ইতিহাস বর্ণাঢ্য এবং বিচিত্র। নিজেদের কালচারাল স্বকীয়তার জায়গা থেকেও এর মাহাত্ম্য অনেক উঁচুতে গিয়ে ঠেকেছে। সবমিলিয়ে এটি এমন একটি তাৎপর্য হাজির করে- একজন মুসলমান হিসেবে যাকে উপেক্ষা করা চরম নিষ্ঠুরতার শামিল। গতানুগতিক ধারা থেকে বের হয়ে ব্যতিক্রমধর্মী উদযাপনের প্রয়াসে মজলিশের এই আয়োজন। ক্যালিগ্রাফার সায়মন সায়মা আমাদের আমন্ত্রণে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছেন- আমরা কৃতজ্ঞ। ‘মোহাম্মদের নাম’ বাক্যটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের মশহুর না’তে রাসুল থেকে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশটি নামের দশটি ক্যালিগ্রাফি হাজেরানে মজলিশের নিকট পেশ করা হলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, পর্যবেক্ষণ করুন, মন্তব্য জানান। আপনার মন্তব্য ক্যালিগ্রাফার এবং আয়োজকদের সাহস যোগাবে। শুকরিয়া।

 

১. 

‘আউয়াল’ শব্দের অর্থ প্রথম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির প্রথম হিসেবে ‘আউয়াল’ বলা হয়।

 

২. 

‘আকিব’ অর্থ শেষ নবী। আখেরী নবী হিসেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘আকিব’ বলা হয়। ‘আকিব’র ফারসি উচ্চারণ ‘আকেব’।

 

৩.

‘আমিন’ অর্থ বিশ্বস্ত, আমানতদার। ইসলাম প্রচারের পূর্বেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আপামর লোকজন ‘আল-আমিন’ বলে সম্বোধন করতো। সূরা তাকভিরের ২১ নং আয়াতে নামটি রয়েছে।

 

৪. 

‘ইয়াসীন’ কুরআন শরিফের একটি বিখ্যাত সুরার নাম। শব্দ হিসেবে হরফে মুকাত্তায়াত বা বিচ্ছিন্ন হরফসমূহ। বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, এটিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম।

 

৫. 

‘নুর’ অর্থ আলো। সূরা মায়েদার ১৫ নং আয়াতে নামটি রয়েছে।

 

৬. 

‘নবী’ অর্থ গায়েবের খবরদাতা, উচ্চ মর্যাদাসম্পন্ন। কুরআন শরিফের বিভিন্ন জায়গায় (৭:১৫৭, ৮:৬৪, ৩৩:৬) নামটি রয়েছে।

 

৭. 

‘রাসুল’ অর্থ প্রেরিত; যাকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কুরআন শরিফের বিভিন্ন জায়গায় (৩:১৪৪, ৪:৮০, ৯:১২৮) নামটি রয়েছে।

 

৮. 

‘সিরাজ’ অর্থ প্রদীপ। কুরআর শরিফে সূরা আহযাবের ৪৬ নং আয়াতে নামটি রয়েছে।

 

৯. 

‘হামীদ’ অর্থ প্রশংসাকারী। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর প্রশংসায় ব্যতিব্যস্ত থাকতেন।

 

১০. 

‘কুরাইশী’ পারিবারিক উপাধি ; যিনি কুরাইশ বংশের সদস্য। বস্তুত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের শ্রেষ্ঠতম ব্যক্তি।

 

 

18 মন্তব্য
  1. এম. নাজমুল হক চৌধুরী বলেছেন

    প্রত্যেকটা ক্যালিওগ্রাফি মনোমুগ্ধকর। রংতুলিতে শব্দের মাঝে রাসূলকে ফুটিয়ে তুলনার ভাবনা ছিলো চমৎকার।

    1. মোহাম্মদ নুরুননবী। বলেছেন

      অসম্ভব সুন্দর হয়েছে।

  2. ইব্রাহীম নিরব বলেছেন

    অসাধারণ সুন্দর লাগলো ক্যালিগ্রাফিগুলো❤️

  3. জামিল করিম বলেছেন

    অত্যন্ত সুন্দর একটা আয়োজন, সময়োপযোগী।

    মোবারকবাদ।🌻

  4. Forkan Ahmad বলেছেন

    মাশাআল্লাহ!!
    সত্যিই যাদের অন্তরে রাসূলে পাকের ভালোবাসা আছে তাদের অন্তর অতি সুন্দর। এই ক্যালিওগ্রাফি যার বহিঃপ্রকাশ।

  5. তাজুল ইসলাম বলেছেন

    এক কথায় দারুন হয়েছে!! 👌
    ক্যালিগ্রাফিগুলো অনেক ভালো লেগেছে! তবে নুর এবং আরো কয়েকটিতে আরো উন্নতির আশা করছি…

    1. শফিকুল ইসলাম বলেছেন

      মাশাআল্লাহ। সবগুলো কাজ অনেক অনেক সুন্দর। 💚

  6. মুহাম্মদ মিজানুর রহমান বলেছেন

    মাশা-আল্লাহ। সুন্দর হয়েছে অনেক। শিল্পীর জন্য শুভকামনা রইল।

    1. মোহাম্মদ রায়হান কাদেরী বলেছেন

      মাশা’আল্লাহ। মাতৃভাষায় করাটা অ্যাপ্রিশিয়েইটিং।

    2. ইফতিখার মীযান খান বলেছেন

      সুন্দর। স্নিগ্ধ সুন্দর। কোনো একদিন শিল্পকলার আর্ট গ্যালারিতে এই ধরণের প্রদর্শনী হবে- আশা রাখলাম।

  7. মোহাম্মদ আল ইমরান বলেছেন

    মাশা-আল্লাহ 🥰
    চমৎকার ক্যালিওগ্রাফিতে রসূলুল্লাহ’র গুনগান। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।

  8. শফিকুল ইসলাম বলেছেন

    মাশাআল্লাহ। সবগুলো কাজ অনেক অনেক সুন্দর। 💚

  9. Md Farhad Hossen বলেছেন

    মাশা আল্লাহ – মন জুড়িয়ে গেলো।

  10. মুনিরুদ্দিন বলেছেন

    খুব সুন্দর 💙

    1. আবদুল হামিদ আরাফাত বলেছেন

      মাশাআল্লাহ। সুন্দর।

  11. নজিবুল আজাদ বলেছেন

    এতো দিন দেখি আসছি আরবী ক্যালিওগ্রাফি।বাংলা ক্যালিওগ্রাফিও এত্তো চমৎকার হয়! মাশা-আল্লাহ

  12. তৌফিকুল করিম বলেছেন

    মাশাআল্লাহ। শিল্পী কে মুবারকবাদ জানাই এবং আরও সফলতা কামনা করি। বাংলায় ক্যালিগ্রাফি করাটা ভালো লেগেছে। তবে দুই একটা আরবিতেও রাখার চিন্তা করা যেত। এতে ভেরিয়েশন আসত। কয়েকটি এক নজরে বুঝতে পারা আমার কাছে একটু কঠিন লেগেছে রঙ এর ব্যাবহারের কারনে। নিচে বর্ণনা পড়ে বুঝে নিতে হয়েছে শব্দটা। সব মিলে এই আয়োজন আমার কাছে চমৎকার মনে হয়েছে। আবারও শিল্পী এবং সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।

  13. Borhan Uddin বলেছেন

    মাশাআল্লাহ♥। শিল্পী কে মুবারকবাদ। আরো সৃষ্টিশীল কর্ম দেখার অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্য

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না