[ইমরান মাহফুজ- প্রধান পরিচয় কবি, সম্পাদক হিসেবে আছেন বেশ ভালো অবস্থানে ; আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ থেকে ‘আবুল মনসুর আহমদ গবেষণা পুরষ্কার’ পেয়েছেন ২০১৫ সালে। সম্পাদনা করেন কালের ধ্বনি। দু’টি কবিতার বই- ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ (ঐতিহ্য, ২০১৭) এবং ‘কায়দা করে বেঁচে থাকো’ (ঐতিহ্য, ২০২০) ; একক সম্পদনায়- আবুল মনসুর আহমদের প্রাসঙ্গিকতা: সাহিত্য সাংবাদিকতা রাজনীতি (আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ২০১৯), জীবনশিল্পী আবুল মনসুর আহমদ (আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ২০১৬), আজ ও আগামীকাল – সিরাজুল ইসলাম চৌধুরীর নির্বািচিত সাক্ষাৎকার (ডেইলি স্টার বুকস, ২০২০), লালব্রিজ গণহত্যা (১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট)।
কবি হিসেবে চর্চা করেন শিল্পের এবং সম্পাদক হিসেবে কাজ করেন শিল্পীদের নিয়ে- এমন একজনের সাথে ‘শিল্প ও শিল্পী’ প্রসঙ্গে আলাপ করা নিঃসন্দেহে সুখের, তুষ্টির। আলাপচারিতায় আছি, মোহাম্মদ আবু সাঈদ। তিন পর্বের পরিকল্পনায় নেয়া তাঁর দীর্ঘ সাক্ষাৎকারের এটি প্রথম পর্ব। খেয়াল রাখা আবশ্যক, কবির কথাগুলো ‘গাঢ়’(Bold) করে দেওয়া হয়েছে।]
সময় কিভাবে শিল্পকে আক্রান্ত করতে পারে?