কিছু কথা
প্রথমেই সকলকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। ঈদে মিলাদুন্নবী মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উপলক্ষ্য। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে বাংলার মুসলমানের উদযাপন-ইতিহাস বর্ণাঢ্য এবং বিচিত্র। নিজেদের কালচারাল স্বকীয়তার জায়গা থেকেও এর মাহাত্ম্য অনেক উঁচুতে গিয়ে ঠেকেছে। সবমিলিয়ে এটি এমন একটি তাৎপর্য হাজির করে- একজন মুসলমান হিসেবে যাকে উপেক্ষা করা চরম নিষ্ঠুরতার শামিল। গতানুগতিক ধারা থেকে বের হয়ে ব্যতিক্রমধর্মী উদযাপনের প্রয়াসে মজলিশের এই আয়োজন। ক্যালিগ্রাফার সায়মন সায়মা আমাদের আমন্ত্রণে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছেন- আমরা কৃতজ্ঞ। ‘মোহাম্মদের নাম’ বাক্যটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের মশহুর না’তে রাসুল থেকে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশটি নামের দশটি ক্যালিগ্রাফি হাজেরানে মজলিশের নিকট পেশ করা হলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, পর্যবেক্ষণ করুন, মন্তব্য জানান। আপনার মন্তব্য ক্যালিগ্রাফার এবং আয়োজকদের সাহস যোগাবে। শুকরিয়া।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
প্রত্যেকটা ক্যালিওগ্রাফি মনোমুগ্ধকর। রংতুলিতে শব্দের মাঝে রাসূলকে ফুটিয়ে তুলনার ভাবনা ছিলো চমৎকার।
অসম্ভব সুন্দর হয়েছে।
অসাধারণ সুন্দর লাগলো ক্যালিগ্রাফিগুলো❤️
অত্যন্ত সুন্দর একটা আয়োজন, সময়োপযোগী।
মোবারকবাদ।🌻
মাশাআল্লাহ!!
সত্যিই যাদের অন্তরে রাসূলে পাকের ভালোবাসা আছে তাদের অন্তর অতি সুন্দর। এই ক্যালিওগ্রাফি যার বহিঃপ্রকাশ।
এক কথায় দারুন হয়েছে!! 👌
ক্যালিগ্রাফিগুলো অনেক ভালো লেগেছে! তবে নুর এবং আরো কয়েকটিতে আরো উন্নতির আশা করছি…
মাশাআল্লাহ। সবগুলো কাজ অনেক অনেক সুন্দর। 💚
মাশা-আল্লাহ। সুন্দর হয়েছে অনেক। শিল্পীর জন্য শুভকামনা রইল।
মাশা’আল্লাহ। মাতৃভাষায় করাটা অ্যাপ্রিশিয়েইটিং।
সুন্দর। স্নিগ্ধ সুন্দর। কোনো একদিন শিল্পকলার আর্ট গ্যালারিতে এই ধরণের প্রদর্শনী হবে- আশা রাখলাম।
মাশা-আল্লাহ 🥰
চমৎকার ক্যালিওগ্রাফিতে রসূলুল্লাহ’র গুনগান। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
মাশাআল্লাহ। সবগুলো কাজ অনেক অনেক সুন্দর। 💚
মাশা আল্লাহ – মন জুড়িয়ে গেলো।
খুব সুন্দর 💙
মাশাআল্লাহ। সুন্দর।
এতো দিন দেখি আসছি আরবী ক্যালিওগ্রাফি।বাংলা ক্যালিওগ্রাফিও এত্তো চমৎকার হয়! মাশা-আল্লাহ
মাশাআল্লাহ। শিল্পী কে মুবারকবাদ জানাই এবং আরও সফলতা কামনা করি। বাংলায় ক্যালিগ্রাফি করাটা ভালো লেগেছে। তবে দুই একটা আরবিতেও রাখার চিন্তা করা যেত। এতে ভেরিয়েশন আসত। কয়েকটি এক নজরে বুঝতে পারা আমার কাছে একটু কঠিন লেগেছে রঙ এর ব্যাবহারের কারনে। নিচে বর্ণনা পড়ে বুঝে নিতে হয়েছে শব্দটা। সব মিলে এই আয়োজন আমার কাছে চমৎকার মনে হয়েছে। আবারও শিল্পী এবং সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।
মাশাআল্লাহ♥। শিল্পী কে মুবারকবাদ। আরো সৃষ্টিশীল কর্ম দেখার অপেক্ষায় রইলাম।